
দুই ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত
ঝিনাইদহের কালিগঞ্জে দুই ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দীপ্ত টেলিভিশনের একজন সাংবাদিকও রয়েছেন।
এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কালীগঞ্জ পৌর সভার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে।
আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে একটি পাগলা কুকুর পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে একের পর এক পথচারীদের কামড়াতে থাকে।
দীপ্ত টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি নিজেও পাগলা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
কালিগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, ইতোমধ্যে ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহত অন্যদের আজকে দেওয়া হবে।
You must log in to post a comment.