
ব্রিটিশ প্রধানমন্ত্রী ফুল বিক্রি করছেন !
চমকে যাওয়ার মতোই ঘটনা। ব্যস্ততম সময়ে যখন ট্রেন ধরে অফিসে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন ব্রিটিশরা। এমন সময় ওয়েস্ট মিনিস্টার মেট্রো স্টেশনে পপি ফুল বিক্রি করতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে।
সাধারণ যাত্রীরা তাদের প্রধানমন্ত্রীকে এমন অবস্থায় দেখে চমকে যান। সেখানে ঋষিকে দেখা যায় হাতে ধরা পপি ফুলের প্যাকেটভর্তি ট্রে। তা যাত্রীদের কাছে বিক্রি করছেন তিনি।
পপি ফুলগুলো কাগজের তৈরি। প্রতিটির দাম পাঁচ পাউন্ড। রয়াল ব্রিটিশ লিজিওনের বার্ষিক লন্ডন পপি ডের জন্য এটি একটি তহবিল সংগ্রহের উদ্যোগ। এই উদ্যোগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর স্বেচ্ছাসেবকদের সঙ্গে শামিল হন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সুনাকের সামনে এখন সমস্যার পাহাড়। সেই প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে তহবিল সংগ্রহের জন্য ট্রে নিয়ে তিনি হাজির হন মেট্রো স্টেশনে। যদিও বেশি সময় থাকেননি প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে সেই সুযোগে সাধারণ মানুষ তার খুব কাছাকাছি আসার সুযোগ পান। অনেকই তার সঙ্গে সেলফিও তোলেন।
ঋষি সুনাকের এমন মহানুভবতায় মুগ্ধ দ্য রয়াল ব্রিটিশ লিজিওন জানিয়েছে, তহবিল সংগ্রহে ব্যস্ত সময়ে প্রধানমন্ত্রী যেভাবে তার মূল্যবান সময় দিয়েছেন, তাতে তারা কৃতজ্ঞ। তবে তার এই ঝটিকা সফরে কোনো মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
You must log in to post a comment.