
জাতীয় সমবায় দিবস পালিত
মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসেম আলী, জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জাতীয় সমবায় পতাকা উত্তোলন করা হয়। শেষে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
You must log in to post a comment.