
তিস্তায় মাছ ধরতে গিয়ে পেলেন ইলিশ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে আবারও ইলিশের দেখা মিলেছে। শখের বশে মাছ ধরতে গিয়ে জালে ইলিশ পেয়েছেন আনোয়ার হোসেন নামে এক তরুণ।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদী থেকে তার জালে ইলিশটি ধরা পড়ে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় এদিন সকালে একই উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে ৪ জন জেলের সঙ্গে তিস্তা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। তাদের নৌকা ভুল্ল্যারহাট পৌঁছলে আনোয়ার হোসেন ঝাকি জাল ফেলেন। এ সময় অন্যান্য মাছের সঙ্গে একটি ইলিশ ধরা পড়ে। প্রায় ৫শ গ্রাম ওজনের ইলিশ পেয়ে আনোয়ার হোসেন বিস্মিত হবং খুশি।
তিস্তা নদীতে ইলিশ ধরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায়। তবে মাছটি বিক্রি করা হয়নি। আনোয়ার হোসেন বলেন, শখের বসে বাড়ির ঝাকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এ নদীতে ইলিশ কখনও দেখা যায় না। ফলে জাল টানার পর ইলিশ দেখে অবাক হয়েছি।
উল্লেখ্য এর আগে চলতি বছরের ১০ মে তিস্তা ব্যারাজ পয়েন্টে ইলিশ ধরা পড়েছিল। ২০১৫ এবং ২০১৬ সালে হাতিবান্ধায় বেশ কিছু ইলিশ পাওয়া যায়।
You must log in to post a comment.