
জঙ্গিবাদ সন্ত্রাস- পুরোপুরি নিয়ন্ত্রণে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ বাহিনী সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। হলি আর্টিজানের পর আর কোনো বড় ঘটনা ঘটেনি। এর মানে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জিরো টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা ও জনপ্রতিনিধিরা একই প্লাটফর্মে কাজ করে যাচ্ছে। সবাই একযোগে কাজ করায় বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে সুনামগঞ্জে পুলিশ লাইন্স ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পেশাদার বাহিনী হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আছে, আগামী দিনেও এভাবেই থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।
You must log in to post a comment.