
আবারও অসুস্থ হয়ে হাসপাতালে আকবর, আছেন আইসিইউতে
আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী আকবর। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গায়ক আকবরকে এবার বারডেম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেয়া লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘অপারেশন শেষে তাকে ১৯ অক্টোবর বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর এক সপ্তাহ মোটামুটি সুস্থ ছিলেন আকবর। আমরা ভারতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পরিবার থেকে প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু দুই-তিনদিন ধরে আবার অসুস্থ হয়ে পড়ায় সকালে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ (৫ নভেম্বর) সকালে পর্যায়ক্রমে তাকে কিডনি হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। কিন্তু সিট সংকটের কারণে তাকে ফিরিয়ে দেয়া হয়। অবশেষে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।’
কানিজ ফাতেমা আরো বলেন, ‘ডাক্তার জানিয়েছেন আকবরের লাইফ সাপোর্ট লাগতে পারে। অবস্থা অনেক খারাপ। কিডনির সমস্যা, লিভারের সমস্যা নাকি বেশি হয়ে গেছে। অক্সিজেন লেভেলও কমে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে আকবরের মেয়ে অথৈ ফেসবুকে লিখেছেন, ‘আব্বুর অবস্থা আবার খুবই খারাপ। আব্বু বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে আছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’
You must log in to post a comment.