
দুই দিনের সফরে ঢাকায় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন
যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (৫ নভেম্বর) রাতে তিনি ঢাকায় আসেন বলে জানা গেছে।
আফরিন আক্তার তার সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া তিনি নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
সূত্র বলছে, এশিয়ান বংশোদ্ভূত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রভাবশালী এই কর্মকর্তার সফরটি সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা সফর হলেও সময়ের বিবেচনায় গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে কাজ করা উপসহকারী মন্ত্রী আফরিন আক্তারের সফরটি এ কারণেও গুরুত্বপূর্ণ।
You must log in to post a comment.