
কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া-রণবীর
কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে এলো নতুন অতিথি।
রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট।
এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৭টা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।
View this post on Instagram
এর আগে গত জুন মাসে মা হতে চলার খবর শেয়ার করে আলিয়া ভাট। লিখেছিলেন, ‘Our baby ….. coming soon’। সঙ্গে শাবকসহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া-রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতে থাকে। অনেকেই দাবি করেছেন বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন আলিয়া।
প্রেগন্যান্ট অবস্থাতেও ছুটি নেননি আলিয়া। নিজের নতুন ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেন। এরপর দেশে ফিরে বেবিবাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌঁড়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে।
You must log in to post a comment.