
মুখ খুলেছেন অভিনেত্রী ইলোরা গওহর
অপু বিশ্বাস-শাকিব খান-বুবলী বিতর্কে মুখ খুলেছেন অভিনেত্রী ইলোরা গওহর। তিনি বলেছেন, ‘আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপুর না হয় প্রেম ছিল, বাচ্চা হইছে, বিয়া হইছে। বুবলীর সুপারস্টার দেখে বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? কেন বাচ্চা নেয়? তাহলে শাকিবকে ডুবানোর জন্য এ ব্যবস্থা করা হয়েছে।
এখানে শাকিবের কোনো দোষ নেই। যে কেউ ওর সঙ্গে অন্তরঙ্গ হতে পারে। সিনেমাতে, মিডিয়ায় আমরা দেখেছি। কলকাতায় এটা হরহামেশাই হয়।
ইলোরা গওহর বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না’।
মিডিয়ায় নিজের অভিজ্ঞতা সম্পর্কে ইলোরা গওহর আরও বলেন, ‘ব্যাকগ্রাউন্ডের কারণে আমার কাছে কেউ আসতে পারেনি।
You must log in to post a comment.