
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি পল্লীতে এবার জ্বলবে আলো
বিদ্যুৎ বিহীন এসব দুর্গম পাহাড়ি পল্লীর ৭০১ বাঙালি ও ক্ষুদ্র নৃ গোষ্ঠি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের উপহারের ৭০১ সোলার প্যানেল দেয়া হল। একই সঙ্গে প্রতিটি পরিবারকে ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন এ সোলার হোম সিস্টেমের মালামাল পরিবহণ খরচ হিসেবে ৬৫০ টাকা দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রামগড়ের পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার (০২ নভেম্বর) আনু্ষ্ঠানিকভাবে এসব সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় বিদ্যুৎবিহীন দুর্গম পল্লীর বাসিন্দাদের এ সোলার দেয়া হচ্ছে। ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন এ সোলারের সাহায্যে বাতির আলো ছাড়াও ফ্যান চালানো ও মোবাইল ফোন চার্জ ইত্যাদি সুবিধাও ভোগ করা যাবে।
খাগড়াছড়ির রামগড় এতোদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এলেও এবার আলো জ্বলবে ১০ দুর্গম পাহাড়ি পল্লীর সুবিধা বঞ্চিত বাঙালি ও পাহাড়ি পরিবারগুলোতে।
You must log in to post a comment.