
মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট
প্রথমবার মা হওয়ার পর অনুভূতিও প্রকাশ করেন আলিয়া। সিংহ, সিংহী এবং শাবকের ছবি ইন্সটাগ্রামে দিয়ে আবেগঘন পোস্ট করেছেন আলিয়া।
সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা খবরটা এলো- আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা! সবাইকে রণবীর-আলিয়ার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।’
আলিয়ার ইন্সটাগ্রাম পোস্টের কমেন্টবক্সে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। বাদ যাননি বলিউডের তারকারাও।
আগেই শোনা গিয়েছিল, আলিয়া ও রণবীর তাদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন। পরিবারকে সময় দেবেন, সন্তানকে যত্ন করবেন। তার পরে কাজে ফিরবেন তারকা দম্পতি।
সেই বিষয়ে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখন ভক্তকুলের কেবল একটি আশা, কবে ‘রালিয়া’ তাদের সন্তানকে প্রকাশ্যে আনবেন, কবে নাম প্রকাশ পাবে।
অক্টোবর মাসের শুরুর দিকেই মুম্বাইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছিল। গত ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ও রণবীর। তারপর গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা।
বেবি বাম্প নিয়ে প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’ এর শুটিং শেষ করেন লন্ডন গিয়ে। তাছাড়া স্বামীর সঙ্গে প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এর প্রচারেও কোনও কমতি রাখেননি তিনি। তার মাঝেই উৎসবের মরশুমে সমস্ত পুজোয় অংশগ্রহণ করেন আলিয়া।
You must log in to post a comment.