
ভৈরবে গাঁজাসহ গ্রেফতার ২
কিশোরগঞ্জের ভৈরবে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে এসআই (নি.) মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়ার নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়।
এ সময় একটি বাসে তল্লাশি করে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক পশ্চিমপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে খায়রুল ইসলাম (১৬) ও কুমিল্লা জেলা সদরের চান্দিনা ঘোপ বাড়িয়া গ্রামের মৃত দুলাল চন্দ্র দের ছেলে শুভ চন্দ্র দে (৩২)।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
You must log in to post a comment.