
রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জানিয়েছে, আগামীকাল শুক্রবার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
You must log in to post a comment.