
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেনের মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আকতারুল ইসলাম। নিহত ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্টেশন মাস্টার বলেন,সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুততযান এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। রেলপথের পাশের ওই যুবকের পা পড়ে থাকতে দেখে ৯৯৯ জরুরি ফোন নম্বরে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You must log in to post a comment.