
২০০ ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করল ইসরায়েল
বোমা হামলার পরিকল্পনার অভিযোগ তুলে ২০০ ফিলিস্তিনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে ইসরায়েল। ইহুদি দেশটিতে মোট ১৫ হাজার ৫০০ ফিলিস্তিনের ওয়ার্ক পারমিট ছিল।
ফিলিস্তিনের একজন শ্রমিককে বোমা হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গত ৩০ অক্টোবর গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই অভিযুক্ত জানিয়েছে, ইসলামিক অস্ত্রধারী গ্রুপ তাকে বাস স্টেশনে বোমা হামলার জন্য নিয়োগ দিয়েছে।
গতকাল বুধবার জেরুজালেমের দুইটি বাসস্টপে বোমা হামলার ঘটনায় এক কিশোর নিহত এবং ১৯ জন আহত হয়। নগরীর উপকণ্ঠে দুইটি ব্যস্ত এলাকার বাসস্টপে বুধবার যখন বোমা বিস্ফোরণ হয় তখন লোকজন কাজে বের হচ্ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
You must log in to post a comment.