
জনগণের উত্তাল ঢেউ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত: রিজভী
জনগণের উত্তাল ঢেউ দেখে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে জনগণের যে নবতরঙ্গ সৃষ্টি হয়েছে, তা দেখে প্রধানমন্ত্রী আরও বেশি ক্রোধে-ক্ষোভে ফেটে পড়েছেন। জনতার উত্তাল ঢেউ দেখে তিনি শঙ্কিত। শেখ হাসিনা মনে করছেন- ঘুষ-দুর্নীতি-পুঁজি লুন্ঠনের যে অভয়ারণ্য তিনি তৈরি করেছেন, সেটি হয়তো হাতছাড়া হয়ে যাবে। সে কারণেই বিরোধী কর্মসূচিতে দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীকে গেস্টাপো বাহিনীর মতো হত্যার লাইসেন্স দিয়ে লেলিয়ে দিয়েছেন।’
তিনি বলেন, ‘অনাহার, অর্ধাহার, ডেঙ্গু ও রোগ-শোকে ধুকছে দেশের লোক, ঝরছে শিশুর প্রাণ, সারাদেশ উদ্বেগ-উৎকণ্ঠিত। মানুষের স্বাভাবিকভাবে বাঁচার অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ এখন পরাধীন। মামলা-হামলা, ধরপাকড় বৃদ্ধি করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে, তারা কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না। বাসা ও বাড়ির মহিলা সদস্যরা পর্যন্ত পুলিশের অসদাচরণের শিকার হচ্ছেন। সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। রাজবন্দীদের ওপর অত্যাচার অব্যাহত রাখা।’
রিজভী বলেন, ‘ভিন্নমতের প্রতি এই সরকারের আক্রমণাত্মক আচরণের উদ্দেশ্যই হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর থামিয়ে দেওয়া, বিরুদ্ধ মত প্রকাশের কোনো পথ না রাখা। দেশের জনগণ এখন রাগ-ঘৃণা ও প্রতিবাদের আগ্নেয়গিরি হয়ে আছে। বর্তমান শাসগোষ্ঠীর অনাচার চলতে থাকলে যে কোনো সময় প্রতিশোধের অগ্ন্যুৎপাতের মহাপ্লাবন বয়ে যাবে।’
কর্মসূচি:
পুলিশের মিথ্যা মামলা, গায়েবি মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
সংশ্লিষ্ট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেন রুহুল কবির রিজভী।
রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদরে উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
You must log in to post a comment.