
‘মাদক নির্মূলে ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে’ মেজবাহ উদ্দিন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন বলেছেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করতে হলে ছেলে-মেয়েদের বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। তিনি নিজে খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন।
শনিবার বেলা ১১টায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভোলা অফিসার্স ক্লাবের টেনিস কমপ্লেক্স এবং খেলার মাঠ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজবাহ উদ্দিন আরও বলেন, পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ একা মাদক নির্মূল করতে পারবে না। মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করতে জনগণকে সচেতন করতে হবে। ছেলে-মেয়েদের খেলাধুলায় বেশি সম্পৃক্ত করতে হবে। তাহলেই মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহজ হবে।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
You must log in to post a comment.