
চীনের প্রতি বিক্ষোভকারীদের আটক না করার আহ্বান জাতিসংঘের
চীনা সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ধরপাকড় শুরু করেছে চীনের নিরাপত্তা বাহিনী। তবে বিক্ষোভকারীদের আটক না করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কাউকে আটক করা উচিত নয়।
জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিক্ষোভের প্রতিক্রিয়া জানাতে আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে নির্বিচারে আটক করা উচিত নয়। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, চীনা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে।
উল্লেখ্য, চীনের বৃহত্তম শহর সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। রাজধানী বেইজিং ও নানজিংয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে শামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এক দশক আগে শি জিনপিং চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন।
You must log in to post a comment.