
ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৮৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত ফকির মিয়ার ছেলে রিয়াদ (২৩) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।
র্যাবের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুইজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
You must log in to post a comment.