
শেষ ষোলোয় আর্জেন্টিনা
ভোরের সূর্য সব সময় বলে দিতে পারে না দিনের শেষটা কেমন হবে। দাপটের সঙ্গে খেলেই শেষ ষোলোয় উঠে গেল আর্জেন্টিনা। পোল্যান্ডকে ২-০ গোলে হারাল তারা। দ্বিতীয়ার্ধে গোল দু’টি করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেস। প্রথমার্ধে লিয়োনেল মেসি পেনাল্টি নষ্ট করেন। তবে সেই সুযোগ নষ্টের কোনও প্রভাব পড়ল না ম্যাচে। দুই অর্ধেই অনবদ্য ফুটবল খেলে মন জয় করে নিল আর্জেন্টিনা।
পেনাল্টি নষ্ট করলেও বুধবার দুর্দান্ত খেললেন মেসি। পেনাল্টিটাও তিনিই আদায় করে নেন। দিনের শেষে তাঁর নামের পাশে হয়তো কোনও গোল নেই। কিন্তু গোল পেতেই পারতেন। শেষ দিকে দারুণ একটি সুযোগ নষ্ট করেন। বাকি দু’টি ম্যাচের মতো এ দিন তাঁকে খুব বেশি পিছনে নেমে খেলতে হয়নি। তাঁর কারণ শুরু থেকে এনজ়ো ফের্নান্দেসকে নামানো। আগের ম্যাচের গোলদাতা এ দিন মাঝমাঠে দুরন্ত খেললেন। তিনি এবং রদ্রিগো দি পল শাসন করছিলেন মাঝমাঠ। পোল্যান্ড অতি রক্ষণাত্মক না খেললে মেসিদের আরও বেশি গোলে জেতার কথা।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা সকারুরা।
আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, বিশ্বকাপে পূর্ব সফলতা আর দলের শক্তি মিলিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৪১তম অবস্থানে সকারুরা। ছয়বার বিশ্বকাপে এসে শেষ ষোলোয় পা রেখেছে মাত্র দ্বিতীয়বারের মতো। ২০০৬ সালে প্রথমবার দ্বিতীয় রাউন্ডে খেললেও নকআউটে যেতে পারেনি তারা। চমক দিয়ে নকআউটে পা রাখা অস্ট্রেলিয়া ‘বড় অঘটন’ ঘটাতে না পারলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল আটকাতে পারবে না।
বুধবার রাতে কিছুটা কঠিন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। হারলেই আসর থেকে বিদায়। ড্র করলেও নিশ্চিত নয় শেষ ষোলো। জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভিন্ন কোন চিন্তা মাথায় নিয়ে নামার সুযোগ ছিল না আলবিসেলেস্তেদের। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ওই সমীকরণ মিলিয়ে দিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ল্যাতিন দলটি।
প্রথমার্ধের ৩৯ মিনিটে মেসি পেনাল্টি মিস করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হারান। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল করেন মার্ক এলিস্টার। এরপর স্ট্রাইকার আলভারেজ দলকে ২-০ গোলের লিড এনে দেন। আক্রমণের ফুল ফুটিয়ে খেলা আর্জেন্টিনা পোল্যান্ডের পোস্টে ১২টি শট নিয়েও তৃতীয়র দেখা না পাওয়াই যেন বড় অঘটন।
পোল্যান্ড হারলেও শেষে ষোলোয় নাম তুলেছে তারা। ইউরোপের দলটি নকআউটে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্সের মুখোমুখি হবে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
You must log in to post a comment.