
লন্ডনে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অভিষেক সম্পন্ন
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে সংগঠনের পৃষ্ঠপোষক এসএম সুজন মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রিন ও বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশ মিশনের মিনিস্টার কাউন্সিলর (পলিটিক্যাল) জাহিদ উল ইসলাম।
সভায় রুহুল আমিনকে সভাপতি, আনসার আহমেদ উল্লাহকে সাধারণ সম্পাদক এবং আসকর আলীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের শপথ পড়ান বাংলাদেশ মিশনের মিনিস্টার কাউন্সিলর (পলিটিক্যাল) জাহিদ উল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিষেক উপলক্ষ্যে অনন্ত কাসেম হিজলের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরেবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পী হিমাংশু গোস্বামী ও শতাব্দী কর। সঙ্গে ছিলেন অমিত দে ও পাপ্পু।
You must log in to post a comment.