
অস্ত্রোপচার শেষে ভালো আছেন রুক্ষ্মিণী
হাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্ষ্মিণী মৈত্র। বুধবার রাতে আচমকাই নায়িকার পোস্ট। হুইলচেয়ারে বসে অভিনেত্রী।মুখে হাসি কিন্তু হাঁটুতে লাগানো ‘নি-ক্যাপ’।
লেখা-ওটিতে যাওয়ার পথে। এ নায়িকা হাঁটুতে বেজায় চোট পেয়েছেন। তিনি বলেন, নাচের রিহার্সেল করতে গিয়ে হাঁটুতে অল্প চোট লাগে। বুধবার বিকালে একটা ছোট অস্ত্রোপচার করতে হয়েছে। কিন্তু এখন ভালো আছি।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে রুক্মিণী নিজেই হাঁটুতে চোট পাওয়ার কথা, অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। তবে এই অবস্থায় হাসিমুখে পোজ দিতে দেখে বান্ধবী রুক্মিণীর ছবির নিচে কমেন্ট করেছেন ‘কাছের মানুষ’ দেব। তবে শুধু দেব নয়, রুক্মিণীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি।’ ঋতুপর্ণা সেনগুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র সহ সকলেই রুক্মিণীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিচালক, লেখক রামকমল মুখোপাধ্যায় লিখেছেন, ‘সেকি নাচবো না আমরা?’
View this post on Instagram
You must log in to post a comment.