
তৃতীয় দিনের মতো জয়পুরহাটে পরিবহন ধর্মঘট চলছে
তৃতীয় দিনের মতো ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে জয়পুরহাটেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) কোনো রুটে বাস ছেড়ে যায়নি। বাহির থেকেও কোনো বাস জেলায় প্রবেশ করেনি।
গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অটোরিকশা বা ছোট বাহনে অনেকে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে, এজন্য গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া চাপ বেড়েছে ট্রেনে।
সড়ক পরিবহন আইন সংশোধন ২০১৮ সালের, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
তাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের নেতারা।
You must log in to post a comment.