
রাজশাহীতে থ্রিজি-ফোরজি সেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে বিটিআরসি
নগরীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহীতে থ্রিজি ও ফোরজি সেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মোবাইল টেলিকম অপারেটরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সমাবেশস্থল থেকে কৃষকদলের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম বলেন, সকাল ১১টা থেকে সমাবেশস্থলের আশেপাশে মোবাইল ইন্টারনেট কাজ করছে না। অনুষ্ঠানস্থল থেকে অনেক দূরে গিয়েও ইন্টারনেট পাইনি।
বিএনপি কর্মী মুনতাসির আহমেদ বলেন, “আমি সমাবেশস্থল থেকে আমার বাসায় ভিডিও কল করতে চেয়েছিলাম। কিন্তু ইন্টারনেট না থাকায় তা করতে পারিনি।”
You must log in to post a comment.