
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
আজ সকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়।
বর্তমানে, স্থানীয় নেতারা সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া সমাবেশে বক্তব্য দিচ্ছেন
আজ সকাল ৬টায় পুলিশ সব প্রবেশপথ খুলে দিলে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করতে শুরু করেন। এর আগে বিএনপি নেতাদের অভিযোগ, গত রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্মী-সমর্থকদের মাঠে ঢুকতে দেয়নি।
দুপুর ২টায় বিএনপির জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৮টায় সমাবেশ শুরু হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু লাউডস্পীকারে বলেন, শিগগিরই কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসবেন।
আট বিভাগের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়কে মিছিলের সংখ্যা বাড়ছে এবং স্লোগানের শব্দও জোরালো হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা।
নগরীর ফায়ার সার্ভিস মোড়ের পাশে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি মাদ্রাসা ময়দান নামে পরিচিত। সাইটটি ৬০ এর দশক থেকে রাজনৈতিক মিটিং করার জন্য বিখ্যাত।
You must log in to post a comment.