
কত ধানে কত চাল দেখা যাবে : ফখরুলকে কাদের
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের কথা বলা হলেও, বিএনপি ১০ দিন আগে থেকেই হাড়ি-পাতিল নিয়ে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘কত ধানে কত চাল দেখা যাবে। অপেক্ষা করুন। কবে ১০ তারিখ, তার আগেই নয়াপল্টন এলাকায় তাবু খাটাচ্ছে। হাড়ি-পাতিল, বিছানা-বালিশ, মশার কয়েল সব নিয়ে আসছে সাতদিন আগে থেকে। কোথায় থেকে পেলেন এই টাকা?’তিনি বলেন, ‘বিজয়ের মাসে সতর্কতার জন্য রাজপথ, জনপদ, শহর, জেলা, থানা ও ওয়ার্ডসহ অলিগলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।’
কাদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কয়দিন থাকবে তা আমরা জানি না, তবে রাজপথ আমাদের দখলে থাকবে। কারণ আমরা আকাশ থেকে পড়িনি, জনগণের মাঝ থেকে আমরা এসেছি।’বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ফকরুল সাহেব খেলা হবে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্ণীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। ডিসেম্বর মাসেই খেলা হবে।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ কামাল হোসেন ও তারেক রহমানসহ সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’
You must log in to post a comment.