
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১০ই ডিসেম্বরের সমাবেশকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার বেলা ২টায় রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ই ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, রাজধানীর বিভিন্ন হোটেল, মেসে পুলিশের সাঁড়াশি অভিযান এবং সমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনে নিহত নেতাকর্মীদের হত্যার বিচারসহ নানা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। সবশেষ শনিবার রাজশাহী বিশাল সমাবেশ করেছে দলটি।এবার বাকি শুধু ঢাকার সমাবেশ।
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে এই সমাবেশ করতে চাইলেও পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে বিএনপি নয়াপল্টন ছেড়ে অন্যত্র যেতে রাজি নন।এই অবস্থার মধ্যে হঠাৎ নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। রাজশাহীর বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিনবাজারে গ্রেফতার করা হয়েছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নূরুল ইসলাম নয়ন।গত কয়েকদিনে সাতশর বেশি নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে। এছাড়া রাজধানীর হোটেলেও তল্লাশি চালানো হচ্ছে। যদিও পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম চলছে।
You must log in to post a comment.