
নাম বদলে গেল অধরার সিনেমার
বদলে গেল অধরা খান অভিনীত ‘বর্ডার’ ছবির নাম। ‘সুলতানপুর’ নামে ছবিটি মুক্তি পাবে। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি। সৈকত নাসির জানান, বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন।একই সঙ্গে নির্মাতা জানান, ছবিটি নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।সুলতানপুর ছবির কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।
You must log in to post a comment.