
মাধবপুরে ধান কাটার মেশিনে চাপা পড়ে শিশুর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে মা বাবার চোখের সামনে ধান কাটার মেশিন নিচে চাপা পড়ে শামীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার বিকালে উপজেলার মীরনগর হাওরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।গ্রামের ফয়সল মিয়া জানান, আবুল কালাম স্ত্রী ও ছেলে শামীমসহ হারবেষ্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওড়ে যায়। মেশিনের ধান কাটার এক ফাঁকে তার শিশু সন্তান শামীম অসাবধানতাবসত মেশিনের ধাক্কা লেগে শিশুটির মাথা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মাধবপুর থানার এস আই শুভ দে কে ঘটনাস্থল পাঠানো হয়েছে।
You must log in to post a comment.