
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে মানুষ ভয় পায়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেছেন, বিএনপি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হওয়ায় জনগণ বিএনপির সমাবেশকে ভয় পায়।
সোমবার নেতার ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে জনসভা করতে চায় বিএনপি। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার।
সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।
কাদের বলেন, বিএনপির আমলে নির্বাচন ছিল প্রহসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ঘরে থাকতে দেওয়া হয়নি।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে ধাপে ধাপে বাধা সৃষ্টি হয়েছে।
হোসেন সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দীর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।
তিনি আরো বলেন, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না আমরা এখনো জানি না।
You must log in to post a comment.