
রায়পুরায় কলাবাগান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর সোয়া ৩টার দিকে রায়পুরার উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগানে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের নামপরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুব নির্জন। এখানে মানুষের চলাচল কম। সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তারা মরদেহের পাশে কিছু টাকাও পড়ে থাকতে দেখে। মরদেহগুলোর মুখ থেতঁলে দেয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রায়পুরা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতার মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বানসহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোবিন্দ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাতের কোন এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
You must log in to post a comment.