
ধর্মের টানে অভিনয়কে বিদায়, এবার বিয়ের খবর
তবে কার সঙ্গে সংসার বাঁধলেন আফশা তা জানা যায়নি। কিন্তু বিয়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘তোমার মনের মেহেন্দি।’ ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন আফশা। লাল ওড়নায় মাথা ঢেকেছেন। গা ভর্তি সোনার গহনা। মেহেদি রাঙা হাতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন সাহার আফশা। তাতে এ অভিনেত্রী বলেছিলেন—‘পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ইসলামী জীবন ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই।’ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাহার আফশা বলেন—‘খ্যাতি, সম্মান, ভালোবাসা দেওয়ার জন্য আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শৈশবে কখনো এমন জীবনের কথা ভাবিনি। আকস্মিকভাবে শোবিজ অঙ্গনে পা রাখি। আর সেখান থেকে চলচ্চিত্র জগতে আমার উত্থান। কিন্তু এখন রুপালি দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি জীবনটা আল্লাহর প্রদর্শিত পথে চলব।’সকলের কাছে দোয়া চেয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন, এজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তার আইন মেনে, মানবজাতির কল্যাণে যেন আমার জীবন কাটাতে পারি। আশা করব, অতীত জীবনের জন্য নয়, বরং আগামী জীবনের জন্য আপনাদের স্মরণে রাখবেন।’
You must log in to post a comment.