
যৌনশিক্ষার উপর অক্ষয়ের ছবি
অক্ষয় কুমার ভারতীয় সিনেমায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে সামাজিক সিনেমাই বেশি করছেন এখন। এবার, নতুন কিছু করার উদ্দেশ্যেই পা বাড়িয়েছেন। সামাজিক ট্যাবুর ক্ষয় কমাতে নানা ধরণের সামাজিক সচেতনতামূলক ছবির প্রতি গুরুত্ব দিচ্ছেন তিনি।তারই ধারাবাহিকতায় সম্প্রতি যৌনশিক্ষার ওপর নির্মিত হবে একটি ছবি, এবং তাতে অভিনয় করবেন অক্ষয় কুমার। অল্প কয়েকদিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি চলচিত্র অনুষ্ঠানে এ ঘোষণা দেন অক্ষয় নিজেই। অভিনেতা জানান, আমি সামাজিক বিষয়ের ওপর কাজ করতে ভালোবাসি এবং বিশ্বাস করি আমার দেশের মানুষ এগুলো দেখে প্রভাবিত হবে। সেই কারণেই এ ধরনের ছবি বেছে নিচ্ছি। অবশ্যই সেটিবাণিজ্যিকভাবে বানানো হয়। নাচ-গান থাকে, ড্রামা থাকে। মানুষের যেন সুবিধা হয় বুঝতে সেই চেষ্টা করি।’ তার ভাস্যমতে সামাজিক এসব সিনেমাই সমাজের মধ্যে সচেতনতা আনে। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন করেও সমাজের ভূল ধারণাগুলোকে পরিবর্তনের চেষ্ঠা করছেন তিনি। সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেতা। বলা বাহুল্য সকল ধরণের ছবির দৃশ্যের সাথে মানিয়ে নিতে পারেন অক্ষয় কুমার।
You must log in to post a comment.