
বিএনপিকে রাজপথে সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি
১০ ডিসেম্বর বিএনপিকে রাজপথে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোনো স্থানের নাম এখনো প্রস্তাব করেনি।
তিনি আরও বলেন, “ঢাকার কোথাও আমরা কাউকে রাস্তায় জড়ো হতে দিতে পারি না। তবে খোলা মাঠ হলে বিবেচনার সুযোগ থাকবে। ”
আরামবাগে বিএনপি সমাবেশের অনুমতি পাচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এটাও একটা রাস্তা, সমাবেশের জন্য আমরা মানুষকে কষ্ট দিতে পারি না।
বিএনপি সমাবেশ করার অনুমতি কোথায় পাচ্ছে- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের অনুমতি ইতোমধ্যে দেওয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করতে পারে।”
You must log in to post a comment.