
ড্রোন হামলা করলো রাশিয়ার বিমানঘাঁটিতে
রাশিয়ার কুরস্ক এলাকার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। আক্রমণের ফলে সেখানকার একটি তেল স্টোরেজে আগুন ধরে যায়। মঙ্গলবার স্থানীয় গভর্নর এই তথ্য জানিয়েছেন।
গভর্নর রোমান স্তারোভোত মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন সীমাবদ্ধ করা হয়েছে। সকল জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে রিপোর্টের সত্যতা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে সক্ষম হয়নি। রাশিয়ার এই অঞ্চলটির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার গভর্নর স্তারোভোত বলেছিলেন, এই অঞ্চলের একটি বিদ্যুৎ স্থাপনায় ইউক্রেনীয় বাহিনী হামলা করে। হামলার ফলে কয়েকটি জায়গায় লোডশেডিং হয়। অবশ্য হামলার জন্য ইউক্রেন দায় স্বীকার করেনি।
গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, মধ্য রাশিয়ার দুইটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন আঘাত হানে যাতে একজন নিহত এবং চারজন আহত হন। দুইটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।
You must log in to post a comment.