
অস্ট্রেলিয়ায় শাবনূর, ফারুকী, তিশাদের আড্ডা
অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দেশটিতে পরিবারসহ নিকটাত্মীয়দের বাসায় ঘুরতে গিয়েছেন দেশের আরেক জনপ্রিয় নির্মাতা ও অভিনেত্রী দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। হঠাৎ একটি রেস্তোরাঁয় তাঁদের দেখা হয়ে গেল। ছবিতে জমে উঠেছে শাবনূর–তিশাদের আড্ডা।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গেল। তবে এই পরিচালক ও অভিনেত্রীর মধ্যে কাজ নিয়ে কোনো কথা হয়নি।শাবনূর। এ সময়ে ঢাকা ও সিডনিতে আসা–যাওয়ার মধ্যে রয়েছেন এই তারকা।
শাবনূরের মা, ভাই–বোন, আত্মীয়স্বজনসহ পরিচিত ৫০ জনের বেশি মানুষ অস্ট্রেলিয়ায় থাকেন। ফারুকী ও তিশা দম্পতি তাঁদের একমাত্র কন্যা ইলহামকে নিয়ে প্রথমবার দেশের বাইরে অবকাশ কাটাতে গিয়েছেন। শিগগির তাঁরা দেশে ফিরবেন।
You must log in to post a comment.