
বরগুনা শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ২৫ নভেম্বর থেকে চলমান কর্মসূচির অংশ হিসাবে আজ মানববন্ধন ও সমাবেশের করেছে নজরুল স্মৃতি সংসদ। সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব চত্তরে মহিলা পরিষদের সম্পাদক অ্যাড. সেলিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি ও খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন, ব্রাক প্রতিনিধি মারুফ হোসেন,ডরফ প্রতিনিধি দেলোয়ার হোসেন, সিবিডিবি প্রতিনিধি মেজবাহ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে বিত্তবান সকল পরিবারেই নারী ও শিশুর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। কঠোর আইন থাকা সত্ত্বেও এই নির্যাতন কমছে না। শুধুই আইনের প্রয়োগ নয় সমাজের সকল মহলকে পারবারিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে পারবারিক সহিংসতার বিরুদ্ধে। আমরা নিজেরা যদি নারী ও শিশুর উপর সহিংসতার প্রতিরোধ করতে না পারি তাহলে সহিংসতা রোধ করা যাবে না।
You must log in to post a comment.