
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি
সেঞ্চুরির জন্য শেষ ওভারে মেহেদী হাসানের প্রয়োজন ১৫ রান। স্ট্রাইকে তখন নাসুম আহমেদ। ব্যাটে ছোঁয়াতে না পারলেও কোনোমতে প্রান্ত বদল করে নিতে পারলেন তিনি।
শার্দুল ঠাকুরের নাকল বল ফাইন লেগ দিয়ে গ্যালারিতে পাঠিয়ে ক্যারিয়ারের প্রথমবার নব্বইয়ের ঘরে গেলেন মিরাজ। পরের বল ছিল শর্ট, ব্যাটে খেলতে পারেননি তিনি।
চতুর্থ বল ডিপ মিডউইকেট দিয়ে গ্যলারিতে পাঠিয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যান মিরাজ। পরের বল সীমানা থেকে থামিয়ে সেঞ্চুরির অপেক্ষা বাড়ান বিরাট কোহলি। দুই নিয়ে অফ স্পিনিং অলরাউন্ডার পৌঁছে যান ৯৯ রানে।
৮৩ বলে চার ছক্কা ও আট চারে ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ।
শেষ বলে সিঙ্গেল নিয়ে মাতেন প্রথম ওয়ানডে সেঞ্চুরির উল্লাসে! তিন যখন ক্রিজে যান তখন কে ভাবতে পেরেছিল এমন চিত্র!
You must log in to post a comment.