
রোনালদোকে নিয়ে মুখ খুললেন ম্যানইউ কোচ!
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বমঞ্চের আসর চলাকালীনই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। শেষ ম্যাচে তাকে বেঞ্চে রেখেই শুরুর একাদশ সাজান পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
রোনালদোর সঙ্গে ম্যানইউ’র বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন কোচ এরিক টেন হ্যাগ। রেড ডেভিলস কোচের দাবি, রোনালদো চলে যাওয়াতে ম্যানইউ দলের কোনো ক্ষতি হবে না।
টেন হ্যাগ বলেন, এটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাই। ভবিষ্যতের কথা ভাবতে চাই।
সিআর সেভেনের নাম উল্লেখ্য না করলেও পর্তুগিজদের ব্যক্তিত্বই তার বিদায়ের কারণ হতে পারে বলে ইঙ্গিত দেন হ্যাগ। ম্যানইউ কোচের দাবি, পিছনে থাকা মানুষটিও গুরুত্বপূর্ণ, আপনি এটি অবমূল্যায়ন করতে পারবেন না।
তিনি বলেন, ড্রেসিংরুমে আপনার সঠিক চরিত্রের প্রয়োজন, আপনি যদি একটি খেলা জিততে চান, ট্রফি জিততে চান।
You must log in to post a comment.