
‘অঘোষিত ধর্মঘটে’ মিলছে না গণপরিবহন, ভোগান্তিতে অফিসগামীরা
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ‘অঘোষিত ধর্মঘটে’ মিলছে না গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তারা বলছেন ঢাকায় অঘোষিত বাস ধর্মঘট চলছে।
রাজধানীর রামপুরা, কুড়িল, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।
অফিসগামীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছেন মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালকরা।
You must log in to post a comment.