
নতুন কূটনৈতিক তৎপরতায় জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে নতুন করে কূটনীতিক তৎপরতা শুরু করেছেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। রবিবার তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।
খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তবে পূর্বে একইদিন তিনি এই তিন দেশের নেতার সঙ্গে কথা বলেননি।
রবিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, অংশীজনদের সঙ্গে আমরা সতত কাজ করছি। কাজের ফলে আসন্ন সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু ফলাফলও প্রত্যাশা করছেন তিনি।
You must log in to post a comment.