
অস্ট্রেলিয়ার কাছে ৪১৯ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টেস্টে জয়ের জন্য লক্ষ্য ছিল ৪৯৭ রান। কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। রবিবার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ দিলো অসিরা। এতে অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতে জিতল।
জয়ের লক্ষ্যে মাঠে নেমে আগের দিন শনিবার ৩৮ রানে চলে গিয়েছিল ৪ উইকেট। দেখার ছিল বাকি ৬ উইকেট নিয়ে আর কতটা এগোতে পারে দলটি। কিন্তু রবিবার অ্যাডিলেডে চতুর্থ দিনে দুই ঘণ্টাও টিকতে পারেননি ক্যারিবীয়রা।
রবিবার সকালে তৃতীয় ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভন টমাস। টিকতে পারেননি জেসন হোল্ডারও। বোল্ড হন স্টার্কের বলে। ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর অলআউট হওয়াটা সময়ের ব্যাপারই ছিল।
পরে নাথান লায়ন আর মাইকেল নেসেরদের স্পিন-পেসে টেল এন্ডাররা টিকেছেন আর ঘণ্টাখানেক। দিনের সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। সফরকারীদের ৭৭ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৪১৯ রানের বড় ব্যবধানে।
You must log in to post a comment.