
টরন্টোয় বিজয় দিবস কনসার্ট ১৮ ডিসেম্বর
বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কানাডার বৃহত্তর টরন্টো এলাকার তিনটি বাংলা ব্যান্ড গ্রুপ ‘বিজয় দিবস কনসার্ট’ এর আয়োজন করেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজনের বাইরে বিজয় দিবস উদযাপনে এটি একটি নতুন সংযোজন।
আগামী ১৮ ডিসেম্বর ১০০ ব্রিমলি রোড সাউথের সেইন্ট জন হেনরি নিউম্যান ক্যাথলিক স্কুল মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনসার্টে যান্ত্রিক, ঝড় এবং অভিযাত্রিক- এই তিনটি বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। কনসার্টের টিকেট ধরা হয়েছে যথাক্রমে ১০ ও ২০ ডলার।
প্রবাসে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে বেশ কয়েকটি বাংলা ব্যান্ড কানাডায় সক্রিয় রয়েছে। তাদের মধ্যে ঝড়, যান্ত্রিক এবং অভিযাত্রিক- এই তিন ব্যান্ড ইতিমধ্যে বিশেষ সুনাম কুড়িয়েছে।
আয়োজকরা বলছেন, ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনাকে উজ্জ্বীবিত করতে তারা এই কনসার্টের আয়োজন করেছেন।
You must log in to post a comment.