
পাকিস্তান সীমান্তে আফগান সেনাদের গুলিতে নিহত ৬
পাকিস্তান সীমান্তে একটি বর্ডার ক্রসিংয়ে আফগান সেনাদের ছোড়া গুলিতে অন্তত ৬ বেসামরিক নিহত হয়েছে। রবিবার বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে এই ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, উসকানি ছাড়াই আফগান সেনাদের ছোড়া গুলিতে ৬জন নিহতের পাশাপাশি এক ডজনের বেশি বেসামরিক আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় কাবুলে আফগান কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছে। ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেজন্য বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, আফগান সেনারা সীমান্তে একটি বেস্টনি কেটে ফেলার চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।
এই বিষয়ে আফগানিস্তানের শাসক তালেবানের কোনও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করেন। এদের মধ্যে ব্যবসায়ী ছাড়াও পাকিস্তানে চিকিৎসা নিতে আগ্রহী এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতে আগ্রহী মানুষেরা রয়েছেন।
You must log in to post a comment.