
অভিনেত্রী-গায়িকা জর্জিয়া হোল্ট আর নেই
মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল জর্জিয়া হোল্ট (৯৬) আর নেই। মেয়ে মার্কিন পপ তারকা শের টুইটারে জর্জিয়া হোল্টের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
১৯২৬ সালের ৯ জুন আরকানসাসের কেনসেটে জন্মগ্রহণ করেন জর্জিয়া হোল্ট। মাত্র ১০ বছর বয়সে ব্যান্ডলিডার বব উইলস এবং হিজ টেক্সাস প্লেবয়দের সঙ্গে পারফর্ম করেছিলেন হোল্ট। এরপর বাবা এবং ভাইয়ের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় চলে যান তিনি।
হল্ট নিজের ক্যারিয়ারের শুরুতে থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করেছেন। এরপর ১৯৫০-এর দশকে তিনি টিভি পর্দায় জনপ্রিয়তা পেতে শুরু করেন। ‘এ লাইফ অব হার ওন (১৯৫০)’, ‘গ্রাউন্ডস ফর ম্যারেজ’ (১৯৫১), ‘ফাদারস লিটল ডিভিডেন্’ (১৯৫১), ‘আর্টিস্টস অ্যান্ড মডেলস’ (৯১৫৫)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দি অ্যাডভেঞ্চারস অব ওজি অ্যান্ড হ্যারিয়েট’, ‘আই লাভ লুসি’-এর মতো টিভি শোতেও অভিনয় করেছেন হোল্ট। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ পরিচিত ছিলেন হোল্ট। মেয়ে শের-এর সঙ্গে যৌথভাবে কণ্ঠও দিয়েছেন গানে।
You must log in to post a comment.