
তেঁতুলিয়ায় গুণগত মানের চা উৎপাদন নিয়ে উন্মুক্ত আলোচনা
পঞ্চগড়ে চায়ের বর্তমান সঙ্কট নিরসনে চা চাষী, বাগান মালিক, চা কারখানা মালিকদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তেঁতুলিয়া মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে সলিডারিডেট এশিয়া নেটওয়ার্ক ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র ডিপিসি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ক্ষুদ্র চা চাষি এসোসিয়েসনের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় অঞ্চলের বটলিফ ফেক্টরী ওনার এসোসিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সলিডারিডাড এর কর্মকর্তা মাহমুদুল আলম প্রমুখ ।
সভায় ক্ষুদ্র চা চাষী,বাগান মালিকদের প্রতিনিধিগণ ও চা কারখানার মালিকরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
You must log in to post a comment.