
ফিলিস্তিনি কিশোরীকে মাথায় গুলি করে হত্যা ইসরাইলের
ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শহরে সোমবার ইসরাইলি সেনারা ১৬ বছরের এক কিশোরীকে মাথায় গুলি করে হত্যা করেছে।
সোমবার শহরটিতে ইসরাইলি সেনাবাহিনী ধরপাকড় চালাতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
এতে ফিলিস্তিনের আরও তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের গুরুতর আহতাবস্থায় জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জানা মাজদি ইসাম জাকারনা নামে এক কিশোরী তার বাড়ির ছাদে হাঁটাহাঁট করছিল। এ সময় ইসরাইলি সেনারা তার মাথায় গুলি করে হত্যা করেছে।
You must log in to post a comment.